রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিখটার স্কেলে
এর মাত্রা ছিল
৭ দশমিক ১।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা প্রথম
আলোকে বলেন, আজ
সকাল ৭টা ৫
মিনিটে রাজধানীসহ দেশের
বিভিন্ন স্থানে
ভূমিকম্প অনুভূত
হয়।
ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮
কিলোমিটার দূরে
চীনের একটি অঞ্চলে। রাজধানী ঢাকাসহ
দেশের বিভিন্ন স্থানে
এই ভূমিকম্প অনুভূত
হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের
জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে
(তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)।
বাংলাদেশ সময়
সকাল ৭টা ৫
মিনিটের দিকে
অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭
দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা
ছিল ১০ কিলোমিটার।

Comments
Post a Comment